কলকাতা মিিিডি ওয়েবডেস্কঃ আগামী ১ এপ্রিল রাজ্যের ৩০টি আসনে ভোট। দ্বিতীয় দফার নির্বাচনে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। নিরাপত্তা আঁটোসাঁটো করতে তৎপর কমিশন। রাজ্য জুড়ে কী কী নিরাপত্তা? নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফার নির্বাচনে ৬৯৭ কোম্পানি সেন্ট্রাল ফোর্স দেওয়া হবে।
আগামী ১ এপ্রিল মোট ৪টি জেলার ৩০টি আসনে হবে নির্বাচন। পূর্ব মেদিনীপুর- ৯ আসনের জন্য ১৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। পশ্চিম মেদিনীপুরের ৯টি আসনের জন্য থাকবেন ১৯৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাঁকুড়ার ৮ আসনের জন্য বরাদ্দ ১৬১ কোম্পানি সেন্ট্রাল ফোর্স।
দ্বিতীয় দফার নির্বাচনের শেষ বেলার প্রচার কার্যত তারকা খচিত। নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো এবং জনসভার পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপি শীর্ষ নেতা অমিত শাহর শুভেন্দু অধিকারীর সমর্থনে একের পর এক রোড শো।
এর পাশাপাশি দ্বিতীয় দফার নির্বাচনের শেষ প্রচারে বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণের সমর্থনে প্রচারে নামলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। নন্দীগ্রামেও শুভেন্দুর সমর্থনে মিঠুনের রোড শো।
পয়লা এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। বৃহস্পতিবার যে ৩০টি আসনে ভোটগ্রহণ হবে তার মধ্যে রয়েছে হাইভোল্টেজ দুই কেন্দ্র- নন্দীগ্রাম এবং খড়গপুর সদর। খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ এক সময় তৃণমূলে থাকলেও দলবদলে বিজেপি তে আসেন। গত সাতই মার্চ নরেন্দ্র মোদীর ব্রিগেডের সভায় তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখান মিঠুনও।
শেষ মুহূর্তের প্রচারে নন্দীগ্রামে ঝড় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়,শুভেন্দু অধিকারী। পিছিয়ে নেই সিপিএমও। মমতা-শুভেন্দুর মতোই সকাল থেকেই পথে নেমে পড়েছেন সিপিএম প্রার্থী মিনাক্ষী মুখোপাধ্যায়ও। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এইদিন মীনাক্ষীর সমর্থনে পদযাত্রা করেন।