কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ রাত পোহালেই ঘোষণা হতে চলেছে তৃণমূলের প্রার্থী তালিকা। তার আগে রুদ্ধদ্বার বৈঠক হয়ে গেল বাইপাসের ধারে তৃণমূলের দলীয় সদর কার্যালয়ে। বৃহস্পতিবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোট কুশলি প্রশান্ত কিশোর সহ কলকাতা জোনের ওয়ার্ড কোঅর্ডিনেটাররা।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর,রাসবিহারী প্রভৃতি বিধানসভা কেন্দ্রে গেরুয়া শিবির মাথা তুলে দাঁড়িয়েছে। যা জোড়াফুল শিবিরের জন্য মোটেও আশাপ্রদ নয়।
২০১৯ সালের লোকসভা ভোটের প্রবল ক্ষতি কাটিয়ে প্রশান্ত কিশোরের কোন স্ট্র্যাটেজিতে মমতা ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঘুঁটি সাজাচ্ছেন ,তা কার্যত কিছুটা স্পষ্ট হবে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই। এদিকে তার আগে এদিনের বৈঠক ছিল কার্যত জল মেপে নেওয়া।
প্রার্থী তালিকা প্রকাশের আগে সেই কলকাতা জোন নিয়েই কি বৈঠক তৃণমূলের অন্দরে? সেক্ষেত্রে কলকাতা জোনের ৫১ আসন নজরে আজ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই কারণেই কাউন্সিলার ও নেতাদের ডেকে বৈঠক হচ্ছে বলে খবর।