এবার বিধানসভা নির্বাচনে ভোট দিলেননা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ রাজ্যে ক্রমশ চওড়া হচ্ছে করোনার থাবা। দিন প্রতিদিন লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এমতাবস্থায় আজ সোমবার চলছে সপ্তম দফার নির্বাচন। পাঁচটি জেলার ৩৪ টি আসনে চলছে ভোটগ্রহণ। এরমধ্যেই রয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। যে কেন্দ্রের ভোটার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে করোনার কারণে ২১ এর বিধানসভা নির্বাচনে ভোট দিলেননা বুদ্ধদেব বাবু।
চিকিৎসকের পরামর্শে এবার গৃহবন্দী থাকছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে তাঁর শরীর আপাতত সুস্থ থাকলেও এবারে ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকদের পরামর্শেই এই সিদ্ধান্ত তাঁকে নিতে হয়েছে বলে সিপিএম সূত্রে জানা গেছে। যদিও তাঁর স্ত্রী ও কন্যা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।