আমাদের কথা
(সিজা মজুমদার)
আমি এক গৃহবধূ । বুঝি না রাজনীতি ।
বুঝি না দাদা-দিদি।
সবাই তো মানুষের ভালো চায় ।
কত কথা সবাই তো দেয় ।
আমি বুঝি আমার স্বামীর ঘামের দাম ।
আমি বুঝি আকাশছোঁয়া গ্যাস এর দাম ।
আমি বুঝি সংসার এর জোয়াল কাঁধে মানুষটার চটির শুকতলার দাম ।
আমি বুঝি সন্তানের স্কুলে ভর্তির ফিস দিতে না পারায় ওর অসহায় চাহনির দাম ।
এই তো আগের বছর লকডাউনে জমানো টাকা তুলেছে।
তাই তো সংসার চলেছে ।
এখন তো সেও শেষ ।
শুনেছি অনেকে লাইনে দাঁড়িয়ে পেয়েছে চাল ডাল ।
কিন্তু মধ্যবিত্তর বড়ই লাজ ।
খেটে খাবো তবু পাতবো না হাত ।
তবে আমিও উপার্জন করি সমান তালে
ওর সাথে মিলে ।
শাড়ি ফলস পাড় করি সেলাই
টুকটাক যা আসে লাভ তাই ।
তবে কি জানো ভাই
দিন-দিন বাড়ছে বাজার মূল্য।
আর উপার্জন!! সে তো বলাই বাহুল্য।
কাকে বললে, হবে সমাধান !!
দাদা না দিদি !!
শুনছি যেই জিতুক ভোটে
সোনার বাংলা হবে ।
সোনার তো অনেক দাম ।
সোনার বাংলারও কি হবে অনেক দাম !!
বুঝি না বাপু তোমাদের যুক্তি
কেন কর রক্তারক্তি ?
চিৎকার করে বলতে ইচ্ছে করে তাদের
মিছিলে পা মিলিয়ে দলাদলি যাদের ।
ও দিদি …ও দাদা…..
বলবেন একটু গিয়ে
আমাদের কথা
আপনাদের দাদা-দিদির কানে ।
বাঁচতে চাই সম্মানে ।
দাবী এটুকুই, চাই না দান
বাজার মূল্য কমান ।
কারণ আমি এক গৃহবধূ । বুঝি না রাজনীতি ।
বুঝি না দাদা-দিদি।
বুঝি শুধু আমার স্বামীর দিনরাত খাটনির দাম ।।