তৃতীয় দফার ভোটের মাঝেই রাজ্যপালের ফোন মমতা কে, নিজেই করলেন টুইট
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ রাজ্যে তৃতীয় দফার নির্বাচন চলছে, ইতিমধ্যেই সকাল ৯ টা পর্যন্ত ভোট শতাংশও জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সকাল সাতটা থেকে শুরু হয়ে গিয়েছে তৃতীয় দফার নির্বাচন। এই তৃতীয় দফায় হাওড়া, হুগলী এবং দক্ষিণ ২৪ জেলার মোট ৩১ টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মোতায়েন করা হয়েছে মোট ৮৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
এরই মাঝে রাজ্যপাল জগদীপ ধনখড় ফোন করলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। এই ঘটনার জেরে স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে ছড়িয়েছে চাঞ্চল্য।
গত ১ লা এপ্রিল নন্দীগ্রামে বয়ালের বুথে বসে রাজ্যপালকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার কথা হল দুজনের।
মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। পরে টুইট করে নিজেই সেই তথ্য জানিয়েছেন রাজ্যপাল। উত্তরবঙ্গের তিন জেলায় গতকাল ভূমিকম্প অনুভূত হয়, তৃণমূল নেত্রী সেই সময় ছিলেন শিলিগুড়িতে, সেই কথাও টুইটারে উল্লেখ করেছেন রাজ্যপাল।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় নির্বাচনে ভোটগ্রহণ হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৩১টি কেন্দ্রে। দক্ষিণ ২৪ পরিগনার বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর। হুগলির খানাকুল, জাঙ্গিপাড়া, গোঘাট, হরিপাল, আরামবাগ, ধনেখালি, পুরশুড়া, তারকেশ্বরে হবে ভোটগ্রহণ। হাওড়ায় ভোটগ্রহণ হবে উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, বাগনান, শ্যামপুর, আমতা। (ফাইল ছবি)