33 C
Kolkata
33 C
Kolkata
বৃহস্পতিবার, মার্চ 30, 2023

ভারতের মাটিতে পা রেখেই কান্নায় ভেঙে পড়লেন আফগান সাংসদ , বললেন সবকিছু ছারখার হয়ে গেল

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

ভারতের মাটিতে পা রেখেই কান্নায় ভেঙে পড়েন আফগানিস্তানের শিখ সাংসদ নরেন্দ্র সিং খালসা । তিনি বললেন , “যে আফগানিস্তান কে গত ২০ বছর ধরে তিল তিল করে গড়ে উঠতে দেখেছি , মুহুর্তে তা ভেঙে ছারখার হয়ে গেল । আবার সেই শূন্যতেই ফিরে চলে গেল আফগানিস্তান “।

রবিবার কাবুল থেকে ১৬৮ জনকে উদ্ধার করে নিয়ে এসেছে ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাষ্টার । তাদের মধ্যে নরেন্দ্র সিং খালসা অন্যতম ।গাজিয়াবাদে বায়ুসেনার ঘাটিতে তাদেঁর নিয়ে আসা হয় । বিমানবন্দর থেকে বেরোনোর সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি ।নরেন্দ্রকে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করতেই আবেগ ধরে রাখতে পারেন নি তিনি । একই সঙ্গে আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানিয়েছেন এই আফগানি সাংসদ ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.