কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন । আগামী ৩০ শে সেপ্টেম্বর হবে ভোটগ্রহণ । ফলপ্রকাশ ৩রা অক্টোবর হবে । রাজ্যে বিগত বিধানসভা নির্বাচনের ভোট প্রক্রিয়া চলাকালীন জঙ্গিপুর ও সামসেরগঞ্জে প্রার্থী মারা গিয়েছিলেন । এই দুই আসনে ও একই দিনে নির্বাচন হবে ও ফল ঘোষণা হবে ।
কমিশন জানিয়েছে , উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ৬ই সেপ্টেম্বর ।মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৩ই সেপ্টেম্বর । মনোনয়ন যাচাই করা হবে ১৪ই সেপ্টেম্বর ও মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ১৬ইসেপ্টেম্বর ।
ভবানীপুরের পাশাপাশি উপনির্বাচন হওয়ার কথা উত্তর ২৪পরগনার খড়দহ ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় ।ভোটের ফল ঘোষণার আগেই করোনা সংক্রমণে মারা যান খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিংহ ।সেখানে জিতেছিল তৃণমূল ।বিধায়কপদে শপথ নেওয়ার পরে মারা গিয়েছেন গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর ।এছাড়া ও বিধানসভায় জিতেও সাংসদ পদে থেকে যাবেন বলে দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক পদ ছেড়েছেন বিজেপির দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার । কিন্তু সেই চার কেন্দ্রে এখনও উপনির্বাচনের দিন ঘোষণা করেনি কমিশন। তাদের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ অনুরোধেই ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে ।কারণ অন্যান্য কেন্দ্রের তুলনায় ভবানীপুর নিয়ে মানুষের আগ্রহ বেশি । কারণ সেখানকার প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।গত বিধানসভা নির্বাচনে ভবানীপুরে প্রার্থী হয়েছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ।তিনি ২১শে মে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন ।আর তারপরেই তৃণমূল সূত্রে জানা যায় , এই আসনে প্রার্থী হবেন মমতাই ।তাই উপনির্বাচন ঘোষণার অনেক আগে থেকেই ওই আসনের উপনির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়েন তৃণমূলের শীর্ষ নেতারা ।