[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ একটি বিলকে ঘিরে ধুন্ধুমার বাঁধল বিহার বিধানসভায়
রাষ্ট্রীয় জনতা দলের বিধায়কদের মেরেধরে টেনে হিঁচড়ে বিধানসভা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মাথায় চোট পেয়ে গুরুতর আহত হয়েছেন বিধায়ক সতীশ কুমার। গ্রেফতার হয়েছেন দুই ভাই তেজস্বী ও তেজপ্রতাপ যাদব। প্রতিহিংসার রাজনীতি বলে সরব হয়েছেন বিরোধীরা।
একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় যাতে দেখা যায় এক বিধায়ককে কিল ঘুষি মারতে মারতে বের করছেন এক পুলিশ কর্মী। বিধায়ক সতীশ কুমার কে স্ট্রেচারে করে বার করতে হয়। তাঁর মাথায় চোট লেগেছে বলে জানা যাচ্ছে।
ঘটনার সূত্রপাত ‘বিহার স্পেশাল আর্মড পুলিশ বিল ২০২১’ ঘিরে। এই বিলে এমন ধারা রয়েছে, যাতে পুলিশ বিনা ওয়ারেন্টে শুধুমাত্র সন্দেহের বশেই কারও বাড়িতে তল্লাশি চালাতে পারে বা কাউকে গ্রেফতার করতে পারে। বিলের বিরুদ্ধে মঙ্গলবার সকাল থেকেই বিধানসভার অধিবেশন ব্যাহত করার চেষ্টা করেন বিরোধী আরজেডি-র বিধায়করা। তার জেরে দফায় দফায় অধিবেশনের কাজ ব্যাহত হয়। শেষ পর্যন্ত বিরোধীরা ওয়াকআউট করার পর বিল পাশ হয়ে যায় বিধানসভায়।