25 C
Kolkata
25 C
Kolkata
বৃহস্পতিবার, মার্চ 30, 2023

Bhopal Hospital Fire: মর্মান্তিক অগ্নিকাণ্ড! মধ্যপ্রদেশে কমলা নেহেরু হাসপাতালে আগুন, ৪ শিশুর মৃত্যু

মধ্যপ্রদেশের ভোপালে (Bhopal Hospital Fire) কমলা নেহেরু চিলড্রেনস হাসপাতালের শিশুবিভাগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল চার শিশুর। সোমবার রাতের ভোপালের কমলা নেহরু হাসপাতালের শিশুদের আইসিইউ (পিআইসিইউ) বিভাগে আগুন লেগে যায়। শিশু বিভাগে তখন অন্তত ৫০ জন শিশু ভর্তি ছিল।

হাসপাতালের একটি বিশেষ ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে। রাজ্যের চিকিৎসা শিক্ষামন্ত্রী বিশ্বাস সারং জানিয়েছেন, সম্ভবত শর্ট সার্কিটের কারণে বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিট (SNCU) ওয়ার্ডে আগুন লেগে চার শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছেছেন বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন ওয়ার্ডের ভিতরে অন্ধকার ছিল এবং শিশুদের পাশের ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে।

এক আধিকারিক জানিয়েছেন, হাসপাতালের চতুর্থ তলের একটি ওয়ার্ডে আগুন লাগে। ওই তলেই ছিল আইসিইউ।  রাত ৯ টা নাগাদ হাসপাতালে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৮ থেকে ১০ টি ইঞ্জিন। হাসপাতালের ছবিতে দেখা গেছে যে উদ্ধার অভিযান শুরু হওয়ার পরে হতবাক অভিভাবকরা হাস্পাতালের সিঁড়িতে ভেঙে পড়ছেন। বাকি শিশুদের বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান শিশুদের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, ঘটনাটি “খুবই দুঃখজনক”। চৌহান টুইট করে বলেন “আমরা তিন শিশুকে বাঁচাতে পারিনি যারা এই ঘটনায় গুরুতর আহত হয়েছিল। উদ্ধার অভিযান দ্রুত শুরু হয় এবং আগুন নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত তিন শিশুর জীবন বাঁচানো যায়নি”। এরপরে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। অন্য একটি টুইটে মুখ্যমন্ত্রী চৌহান জানিয়েছেন, “ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত পরিচালনা করবেন অতিরিক্ত মুখ্য সচিব (ACS) স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা মোহাম্মদ সুলেমান”।

হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব স্বাস্থ্য ও মেডিক্যাল এডুকেশন এই তদন্ত করবেন।

 

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.