আগুনে ভস্মীভূত হয়ে গেল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তারকা তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রের অনুষ্ঠান মঞ্চ। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটির পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলেই অভিযোগ উঠেছে। আবার পরিকল্পনামাফিক গেরুয়া শিবিরের তরফে ওই মঞ্চে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিরোধী পদ্ম শিবির। ঘটনার নেপথ্যে গোষ্ঠীকোন্দলকেই দায়ী করছে তারা। সবমিলিয়ে, তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
অন্যদিকে, বিধায়ক লাভলি মৈত্রর অনুষ্ঠান মঞ্চে আগুন লাগার ঘটনায় ইতিমধ্যে সোনারপুর থানায় চারজনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।
দিনকয়েক আগেও সোনারপুর থানার দ্বারস্থ হন বিধায়ক লাভলী মৈত্র। সেবার অবশ্য তাঁর সঙ্গে কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের নাম জড়িয়ে গিয়েছিল। একই অনুষ্ঠান দু’জনের উপস্থিতির ছবিও প্রকাশ করেছিল বিজেপি। এমনকী তাঁর বিধানসভা এলাকার কেউ দেবাঞ্জনের ভুয়ো টিকাকেন্দ্র থেকে ভ্যাকসিন নিয়ে থাকতে পারেন বলেও সন্দেহ তৈরি হয় বিধায়কের। দেবাঞ্জনকে যদিও তিনি ব্যক্তিগতভাবে চিনতেন না বলেই দাবি করেন। তাই আগেভাগেই সোনারপুর থানায় কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের নায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ‘রাজনৈতিক ষড়যন্ত্রে’র শিকার তৃণমূলের তারকা বিধায়ক। এবার তাঁর অনুষ্ঠান মঞ্চই পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল।
ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, রবিবার সকাল ১০টা নাগাদ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ব্লু স্কাই মাঠে স্থানীয় বিধায়ক লাভলি মৈত্রর উদ্যোগে শিশুদের পুষ্টিকর খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর জন্য শনিবার মঞ্চও তৈরি করা হয়েছিল। কিন্তু শনিবার গভীর রাতে হঠাৎই আগুন লেগে যায় ওই অনুষ্ঠান মঞ্চে। বিষয়টি নজরে আসে পুলিশের টহলদারি ভ্যানের।পুলিশের নজরে আসতে তারাই আগুন নেভায়। জানানো হয় বিধায়ককে। আয়োজকদের বক্তব্য, বিধায়কের অনুষ্ঠান বানচাল করতেই এই কাজ পরিকল্পনামাফিক করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।