করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল বলিউড অভিনেতা বিক্রমজিৎ কনওয়ারপালের
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল বাহান্ন বছরের বলিউড অভিনেতা বিক্রমজিৎ কনওয়ারপাল। বেশ কয়েক দিন ধরেই তিনি করোনার সঙ্গে যুদ্ধ করছিলেন। অবশেষে শুক্রবার সকালে থেমে যায় তাঁর হৃদস্পন্দন। ২০০৩ সালে আর্মি থেকে অবসর নেওয়ার পর তিনি অভিনয় জীবনে পা রাখেন।
ছোট ও বড় পর্দার এক জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি। দিয়া অউর বাতি, দিল হি তো হ্যায় সহ একাধিক ধারাবাহিকে তার অভিনয় দক্ষতা মুগ্ধ করেছিল দর্শকদের।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিচালক অশোক পন্ডিত। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র মহলে নেমে এসেছে শোকের ছায়া।