কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
আফগানিস্তান তালিবানদের দখলে যেতেই ফিরল বিমান হাইজ্যাকের প্রবল আশঙ্কা ।আর তা উসকে উঠল বুধবার সন্ধ্যা বেলায় কলকাতা বিমানবন্দরে আসা একটি ফোনে ।বিমানবন্দর সূত্রে খবর ,সন্ধে পৌনে সাতটা নাগাদ ফোন আসে এয়ার ইন্ডিয়ার অফিসে ।নিজেকে প্রশান্ত বিশ্বাস বলে পরিচয় দিয়ে একজন ফোন করেন ।তিনি বিমান অপহরণের হুমকি দেন বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে ।এরপরেই তড়িঘড়ি বাড়ানো হয় বিমানবন্দরের নিরাপত্তা ।জোরদার তল্লাশি শুরু হয় ।এয়ার ইন্ডিয়ার সব কটি বিমানে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয় ।
বিমানবন্দরে দেশের বিভিন্ন প্রান্তের উড়ানে ভালোভাবে তল্লাশি চালানো হয় ।তবে সন্দেহজনক কিছু পাওয়া যায় নি বলে খবর ।তারপরও সুরক্ষার স্বার্থে বিমানগুলির ছাড়ার সময়ও পিছিয়ে দেওয়া হয় ।পাশাপাশি ওই ফোন নম্বর ধরে শনাক্তকরণের চেষ্টা চলে ।বিমানবন্দরের চত্বরের থানা শেষমেশ হুমকিদাতার হদিশ পায় ।জানা যায় , ব্যক্তি বনগাঁর কুন্ডুপুরের বাসিন্দা ।এরপরেই বনগাঁ থানার পুলিশের সাথে যোগাযোগ করা হয় ।সঙ্গে সঙ্গে তারা ব্যক্তির ঠিকানা যোগাড় করে সেখানে উপস্থিত হয় ।প্রশান্তের সঙ্গে কথা বলে পুলিশের প্রাথমিক অনুমান , তিনি মানসিক ভারসাম্যহীন ।ঝোঁকের বশে ফোন করে বিমান হাইজ্যাকের মতো হুমকি দিয়েছেন ।তবে তার এই হুমকির নেপথ্যে আফগানিস্তানের সম্প্রতিক পরিস্থিতির প্রভাব রয়েছে বলে ধারণা মনোবিদদের ।হয়ত তার স্মৃতি তে ভেসে উঠেছে ১৯৯৯ সালের কান্দাহার বিমান অপহরণের ঘটনা ।