কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ রবিবার ঘোষণা করা হল বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা। তৃণমূলের মতই বিজেপির এই দ্বিতীয় তালিকায় জায়গা পেয়েছেন অর্থনীতিবিদ, সাংবাদিক , চিকিৎসক থেকে শুরু করে সমাজের বিশিষ্ট জনেরা।
এবার বিজেপির প্রার্থী তালিকায় অবশ্যই সবচেয়ে বড় চমক মোদী ঘনিষ্ঠ অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। আলিপুরদুয়ার থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে। পনেরোতম অর্থ কমিশনের সদস্য তিনি. এছাড়াও তিনি ভারত সরকারের ১২ তম অর্থনৈতিক উপদেষ্টা পদেও কাজ করেছেন। দিল্লি স্কুল ওফ ইকনমিক্সের ছাত্র। ছিলেন বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যানও।
এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাঙ্কের এগজিকিউটিভ ডায়রেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি। এছাড়াও বিশ্বব্যাঙ্ক এবং আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তবে তিনি শুধু মোদী সরকারের সময়েই নয়, অটলবিহারী বাজপেয়ী এবং মনমোহন সিং সরকারের সঙ্গেও কাজ করেছেন।
সাংবাদিক, চিকিৎসকরাও জায়গা পেয়েছেন। দক্ষিণ হাওড়া থেকে লড়াই করবেন প্রখ্যাত সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত। প্রার্থী করা হয়েছে বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে। তিনি লড়াই করবেন তারকেশ্বর থেকে।
প্রার্থী তালিকায় আছেন ক্যানসার বিশেষজ্ঞ ইন্দ্রনীল খান। তাঁকে কসবা থেকে প্রার্থী করা হয়েছে। এছাড়াও তালিকায় রয়েছেন চিকিৎসক তরুণ আদকও। পাণ্ডুয়া থেকে লড়াই করবেন পার্থ শর্মা।
সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা অভিনেত্রীরাও আছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে রয়েছেন শ্যামপুর থেকে তনুশ্রী চক্রবর্তী, সোনারপুর দক্ষিণ থেকে অঞ্জনা বসু, বেহালা পূর্ব থেকে পায়েল সরকার, চণ্ডীতলা আসন থেকে যশ দাশগুপ্ত।