বাইকে চেপে সকাল সকাল ভোট দিলেন শুভেন্দু
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ কাঁথির শান্তিকুঞ্জ থেকে কালো স্করপিও চড়ে বেরিয়ে পড়েন ভোরভোর, পরণে ছিল সাদা পাঞ্জাবী,পায়জামা, কপালে গেরুয়া তিলক
পরিকল্পনামাফিক বৃহস্পতিবার সাত সকালে ভোট দিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম কেন্দ্র থেকে এই প্রথমবার ভোট দিলেন তিনি। এই কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থীও তিনি। সেই কারণেই এ বার নন্দীগ্রামের ভোটার তালিকায় নাম তুলেছেন। নন্দীগ্রাম ১নং ব্লকের নন্দনায়কবাড় বুথের ভোটার তালিকায় ক্রমিক নং ৬৬৯-এ নাম রয়েছে তাঁর।
তবে ভোটকেন্দ্রের আগে পেট্রল পাম্পের কাছে গাড়ি থেকে নেমে বাইকে করে গিয়েছিলেন নন্দনায়েকবাড় প্রাথমিক স্কুলের ভোটকেন্দ্রে।
শুভেন্দু ভোটকেন্দ্রে যেতেই লাইনে দাঁড়ানো ভোটারদের মধ্যে উৎসাহ ছড়ায়। সকলের মতো হাতে ভোটার কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েন তিনি। শুভেন্দু বলেন, ‘‘ভোটারদের কোনও অসুবিধায় ফেলতে চাই না।’’
ভোটারদের একাংশ শুভেন্দুকে সামনে এগিয়ে দিয়ে বলেছেন, ‘‘আপনার আজ অনেক ব্যস্ততা। তাড়াতাড়ি ভোট দিন।’’ তার পরই ভোট দিতে এগিয়ে যান তিনি। ভোট দিয়ে বেরিয়ে এসে দুই আঙুল তুলে ভিকট্রি চিহ্ন দেখিয়ে দাবি করেন, তিনিই জিতবেন।
আজ, বৃহস্পতিবার রাজ্যে ভোটগ্রহণের দ্বিতীয় দফায় সকলের নজর নন্দীগ্রামে। সেখানে মূলত ত্রিমুখী লড়াই। শাসক দলের হয়ে লড়ছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিপক্ষ বিজেপির শুভেন্দু অধিকারী ও সংযুক্ত মোর্চার মীনাক্ষি মুখোপাধ্যায়।