কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ ভোট যতই এগিয়ে আসছে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক তাপ-উত্তাপ। বৃহস্পতিবার তৃণমূল -বিজেপির দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সোনাচূড়া।
জানা যাচ্ছে পায়ে হেঁটে জনসংযোগ করছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁকে দেখেই গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মী, সমর্থকরা। পাল্টা জয় শ্রী রাম স্লোগান তোলেন বিজেপি কর্মী সমর্থকরা।
- উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কোনরকমে এলাকা ছাড়েন শুভেন্দু। কিন্তু তিনি চলে যেতেই ফের চরমে ওঠে উত্তেজনা। তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। জানা যাচ্ছে, দুপক্ষের সংঘর্ষে একাধিক বিজেপি কর্মীর মাথা ফেটেছে। পালটা তৃণমূলের দাবি, সংঘর্ষের ঘটনা প্রথমে শুরু করে বিজেপিই প্রথম। এরপর তৃণমূল কর্মীরাও পালটা প্রত্যাঘাত করে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ( ছবি সংগৃহীত)