34 C
Kolkata
34 C
Kolkata
রবিবার, মার্চ 26, 2023

সোনারবাংলা সংকল্প পত্র’ প্রকাশিত হল বিজেপির নির্বাচনী ইস্তেহার,

 

 

‘ সোনারবাংলা সংকল্প পত্র’ প্রকাশিত হল বিজেপির নির্বাচনী ইস্তেহার,

কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ প্রকাশিত হল বিজেপির ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দলীয় ইস্তেহার। কার্যত কল্পতরুর ভূমিকায় অমিত শাহ। একনজরে বিজেপির ইস্তেহার। যার নাম দেওয়া হয়েছে সোনার বাংলা সংকল্পপত্র

 

 

সরকারি ভাষা হিসাবে বাংলা ব্যবহারের জন্য অধ্যাদেশ জারি করা হবে: অমিত শাহ

ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল কোর্স পড়ানো হবে বাংলায়: অমিত শাহ

নয়া পর্যটন নীতি তৈরি করা হবে, ১ হাজার কোটি টাকার প্রাথমিক ফান্ড: অমিত শাহ

রাজ্যে আলাদা করে ৯টি পর্যটন সার্কিট তৈরি করা হবে: অমিত শাহ

সাঁওতাল, ভুমিজ-সহ অন্যান্য উপজাতিদের নিয়ে পৃথক ডেভেলপমেন্ট বোর্ড: অমিত শাহ

প্রথম ক্যাবিনেট বৈঠকে আয়ুষ্মান ও সিএএ: অমিত শাহ

রাজ্যের সব চাকরির জন্য কমন এলিজিবিলিটি টেস্ট: অমিত শাহ

রাজ্যে অটো, গয়না শিল্পের জন্য পার্ক: অমিত শাহ

ক্ষুদ্র এবং কুটির শিল্পের জন্য বিদ্যুৎ ছাড়: অমিত শাহ

পুরুলিয়ায় বিমানবন্দর তৈরি হবে: অমিত শাহ

রাজ্যের সর্বত্র অন্নপূর্ণ ক্যান্টিনে ৫ টাকায় খাবার মিলবে: অমিত শাহ

নোবেল প্রাইজের মতো টেগোর প্রাইজ। অস্কারের মতো সত্যজিৎ রায় পুরস্কার দিয়ে বাংলার সংস্কৃতিকে তুলে ধরব: অমিত শাহ

কলকাতাকে ‘ফিউচার সিটি’ হিসেবে গড়ে তোলা হবে: অমিত শাহ

মেট্রো রেল চলবে শ্রীরামপুর, ধূলাগড় ও কল্যাণী পর্যন্ত: অমিত শাহ

১১ হাজার কোটি টাকায় সোনার বাংলা ফান্ড: অমিত শাহ

তফসিলি ও অন্যান্য অনগ্রসর শ্রেণি ও আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারে কন্যা সন্তান জন্ম নিলেই ৫০ হাজার টাকার বন্ড: অমিত শাহ

১ টাকাতেই মিলবে স্যানেটারি ন্যাপকিন: অমিত শাহ

মুখ্যমন্ত্রীর দফতরের আওতায় দুর্নীতি বিরোধী সেল তৈরি করা হবে: অমিত শাহ

মৎসজীবীদের জন্য তিন লক্ষ টাকা বিমা: অমিত শাহ

সরকারি বাসে মহিলাদের যাতায়াত বিনামূল্যে: অমিত শাহ

ওবিসি সংরক্ষণে মাহিষ্য, তিলিদের আনা হবে: অমিত শাহ

শরনার্থী পরিবারকে বছরে ১০ হাজার টাকা: অমিত শাহ

১৮ বছর বয়সের পরে বিয়ে হলেই ওই শ্রেণির পরিবারের মহিলাদের জন্য ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট: অমিত শাহ

আত্মনির্ভর মহিলা’ প্রকল্পের আওতায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দ: অমিত শাহ

বিধবা ভাতা মাসিক ১ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হবে। প্রসূতিদের এখন অনুদান ৫ হাজার থেকে বাড়িয়ে ৯ হাজার টাকা করা হবে: অমিত শাহ

রাজ্য রিজার্ভ পুলিশ বাহিনীতে ৩টি মহিলা ব্যাটালিয়ন: অমিত শাহ

রাজ্য পুলিশে ৯টি মহিলা ব্যাটেলিয়ন তৈরির আশ্বাস: অমিত শাহ

রাজ্যে আরও তিনটে এইমস: অমিত শাহ

প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারত যোজনাকে ছাড়পত্র: অমিত শাহ

মৎসজীবীদের বছরে ৬ হাজার টাকা অনুদান: অমিত শাহ

কিষাণ সম্মান নিধিতে বকেয়া ১৮ হাজার টাকা ব্যংক ট্রান্সফার করা হবে: অমিত শাহ

সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করা হবে: অমিত শাহ

আমি ব্যবসায়ী। ভরসা রাখুন। বাংলার বাজেটে ১৫ শতাংশ বেশি বরাদ্দ ধরা হয়েছে

১০ বছর তোষণের রাজনীতি হয়েছে: অমিত শাহ

মমতা প্রশাসনে রাজনীতিকরণ করেছে: অমিত শাহ

নারীসুরক্ষায় আজ পিছিয়ে পড়েছে বাংলা: অমিত শাহ

কী ভাবে সোনার বাংলা গড়ব, তা বলা হয়েছে ওই সঙ্কল্প পত্রে: অমিত শাহ

আমরা এই ইস্তাহারের জন্য রাজ্যের মানুষের তরফে নানা পরামর্শ নিয়েছি: অমিত শাহ

সোনার বাংলা কোনও অলীক কল্পনা নয়: অমিত শাহ

বিজেপি সবসময় ইস্তেহারকে গুরুত্ব দিয়েছে: অমিত শাহ

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ সরাতে পারলে, রামমন্দির তৈরি হলে আমরাও নতুন বাংলা: দিলীপ ঘোষ

বিজেপি যা বলে তার বেশি করে: দিলীপ ঘোষ

ইস্তেহার তৈরিতে মানুষের মতামত নেওয়া হয়েছে: দিলীপ ঘোষ

রাজ্যে হিংসার বাতাবরণ রয়েছে বলে অভিযোগ বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর

ইস্তাহারের পোশাকি নাম ‘সোনার বাংলা সঙ্কল্প পত্র’

সল্টলেকে ইজেডসিসি-তে ইস্তেহার প্রকাশ করা হচ্ছে

নির্বাচনী ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত অমিত শাহ

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.