কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ আগামীকাল শালবনীতে ভোট, তার মাত্র ২৪ ঘন্টা আগে উদ্ধার হল এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন।
জানা যাচ্ছে গোটা ঘটনার জেরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। শাসকদলের দিকেই অভিযোগের।আঙুল তুলেছেন বিজেপি নেতৃত্ব। স্হানীয় নেতৃত্বের দাবি তৃণমূল কর্মীদের বিজেপির পতাকা, ফেস্টুন ছিঁড়ে ফেলা, বিজেপি প্রার্থীর দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়ার প্রতিবাদ করাতেই খুন করা হয়েছে লালমোহন সোরেনকে।
যদিও এই অভিযোগ কে উড়িয়ে দিয়ে তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতির বক্তব্য, একেবারেই ভিত্তিহীন দাবি। লালমোহন সোরেন আত্মহত্যা করেছেন। সেই ঘটনাকে বিজেপি খুন বলে চালানোর চেষ্টা করছে। যদিও পুরো ঘটনার জেরে ভোটের আগেই উত্তপ্ত শালবনী।( ছবি প্রতীকী) ।