ব্লিচ:
অনেক সময় বিভিন্ন কারণে শরীর এর স্বাভাবিক উজ্জ্বলতা কমে যায় এবং শরীর এর বিভিন্ন জায়গায় কলছে দাগ দেখা যায় তখন ওই সমস্ত জায়গায় উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ও দাগ তুলতে ব্লিচ এর সাহায্য নেওয়া হয়।
উপকরণ;
১) ব্লিচ ক্রিম
২) অ্যাক্টিভেটর অ্যাকসিলেটর পাউডার
৩)ক্লিনজার
৪)তুলোো
৫) মস্টিরাইজার
প্রণালী;
১. প্রথমে ক্লিনজার দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করতে হবে।
২. তারপরে একটা প্লাস্টিকের বাটীতে ২ স্পাটুলা ক্রিম ব্লিচ ও একচিমটে অ্যাক্টিভেটর পাউডার মেশাতে হবে।তারপরে আঙ্গুল এর সাহায্য নিয়ে মুখ আর নিচে থেকে ওপরের দিকে টেনে টেনে লাগাতে হবে।৫মিনিট পরে যে সব জায়গা ফুলে ফুলে উঠবে সেইখানে আঙ্গুল দিয়া গোল গোল করে মিশিয়ে দিতে হবে।
৩. গায়ের রঙ যদি শ্যামলা হয় তাহলে ১৫ মিনিট আর যদি ফর্সা হয় তাহলে ১০ মিনিট ধরে এই প্রক্রিয়া চলবে।তার পর মুখ মুছে ফেলবে।
তারপরে মস্টিরাইজার লাগাতে হবে।
সাবধানতা;
১. সমস্ত চুল টাইট করে মাথার ওপর আটকাতে হবে।
২. আইব্রো, আইল্যাশ, হেয়ারলাইন ও ঠোঁটে ব্লিচ লাগানো যাবে না।
৩. ব্লিচ করার সময় শরীরে কোনো গয়না থাকবে না।
৪. ব্লিচ করার পরে ২৪ ঘণ্টা সাবান লাগানো নিষেধ।
৫. ব্লিচ করার পর ১ ঘণ্টা কোনো গরম খাবার খাওয়া উচিত নয়।
৬. ব্লিচ করার পর রোদে বেরোনো যাবে না।
সব সময় ঠান্ডা জল দিয়ে ব্লিচ ধুতে হবে।
কাটা, ফোঁড়া, ঘ্যা এইসব জায়গাতে ব্লিচ করা উচিত নয়।