আগামী কয়েক ঘন্টায় গাঙ্গেয় উপকূলের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের চরম সতর্কতা জারি হল।
সকাল থেকেই আকাশের মুখভার। কখনও রোদ, কখনও বৃষ্টির দাপটে গরম বাড়ছে রাজ্যে। রাতভর কলকাতা ও বিভিন্ন জেলায় দু এক পশলা বৃষ্টি উত্তাপ বাড়িয়ে দিচ্ছে অনেকটাই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, প্রবল বৃষ্টিতে কার্যত ভাসছে উত্তরবঙ্গ। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, ২ থেকে ৩ ঘন্টার মধ্যে নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতেও বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়বে। কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বাড়তে পারে নদীর জলস্তর৷ গত কয়েকদিন ধরেই প্রবল বর্ষণে ভাসছে উত্তরবঙ্গের একাধিক জেলা।
আগামী ৫ দিন উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়বে। কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে নদীর জলস্তর বাড়তে পারে। নীচু এলাকা জলমগ্ন হতে পারে।
এআলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ কলকাতায় প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৭৩ শতাংশ।