33 C
Kolkata
33 C
Kolkata
বুধবার, মার্চ 29, 2023

ব্রণ থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায়, মুক্তি পেতে টোনার বানান বাড়িতেই ,

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে মুখে ব্রণর সমস্যা দেখা যায় ।তা থেকে আরও খারাপ অবস্থা হল , ব্রণ কমে যাওয়ার পর থেকে যাওয়া দাগগুলি ।তাই ব্রণর সমস্যা থেকে মুক্তি পেতে সঠিক ব্যবস্থা নিন । বাড়িতে তৈরী করে নিন প্রাকৃতিক উপায়ে তিনটি টোনার যা আপনাকে তৈলাক্ত ত্বকের হাত থেকে মুক্তি দেবে আর কমাবে ব্রণর সমস্যা ।

টোনার ত্বক পরিস্কার করতে এবং ত্বকের রোমকূপের মুখগুলো সঙ্কুচিত করতে ব্যবহৃত হয় ।কারণ রোমকূপ খুলে গেলে ত্বকে তেল ময়লা বেশি জমে ও ত্বক দাগযুক্ত দেখায় । অতএব মুখকে সুন্দর ও পরিস্কার করতে টোনার রোজ ব্যবহার করা উচিত
আ্যলোভেরা জেল টোনার
পানীয় জলে এক চামচ আ্যলোভেরা জেল দিন ।যদি আপনার ত্বক খুব সংবেদনশীল হয়, তাহলে ৪-৫ ফোঁটা টি ট্রি অয়েল ও দিতে পারেন । এবার তা তুলোয় করে লাগান । ফ্রিজে রাখলে ২-৩দিন ব্যবহার করতে পারবেন ।টি ট্রি অয়েলের বদলে আপনি এতে আধা চামচ আপেল সিডার ভিনিগার মিশিয়ে দিনে তিনবার মুখে তুলো দিয়ে লাগাতে পারেন ।
গোলাপ জলের টোনার
যারা আ্যলোভেরা জেল পছন্দ করেন না, তাদের জন্য গোলাপ জল সবচেয়ে ভাল বিকল্প । গোলাপ জলে আধা চামচ গ্লিসারিন মেশান । ১০-১৫ দিনের জন্য এটি ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন ।
নিম টোনার
এটি বানানোর জন্য নিমপাতা জলে ফুটিয়ে নিন ।সেই জল ছেঁকে একটি স্প্রে বোতলে ভরে নিন ।এবার তা সারা মুখে ছিটিয়ে নিন ।এটাও ফ্রিজে রেখে ৩-৪ দিন ব্যবহার করা যাবে ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.