বাতিল মিঠুনের রোড শো, ধুন্ধুমার বেহালার পর্ণশ্রীতে
অঞ্জনা সরকারঃ প্রচারের শেষ দিনে বাতিল হয়ে গেল শ্রাবন্তী ও মিঠুনের রোড শো। এর জেরে বৃহস্পতিবার সকালে ধুন্ধুমার বেহালার পর্ণশ্রী এলাকায়। এদিন সকালে বেহালা পর্ণশ্রী থেকে পশ্চিম বেহালার বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তীর সমর্থনে রোড শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর।
কিন্তু শেষ মুহূর্তে ওই ব্যস্ততম এলাকায় প্রচারের অনুমতি না মেলায় ক্ষোভে ফেটে পড়েন শ্রাবন্তী ও তার অনুগামীরা। ঘটনাস্থলে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হন বিজেপি প্রার্থী শ্রাবন্তী।
থানায় ঢুকতে বাধা দিলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী ও তার অনুগামীরা। এরপর পর্ণশ্রী থানার ভেতরে ঢোকেন ও পুলিশের সঙ্গে কথাও বলেন শ্রাবন্তী। কিন্তু ততক্ষণে থানার বাইরে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি সমর্থকরা। রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান তারা। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল।
পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা হওয়ার পরও কোনও সমাধান সূত্র না মেলায় থানা থেকে বেরিয়ে আসেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী। এর পর একাই পশ্চিম বেহালার বিভিন্ন প্রান্তে হুড খোলা জিপে চড়ে শেষ মুহুর্তের প্রচার সারলেন টালিগঞ্জের ব্যস্ততম অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।