রবিবার জন্মানো ব্যাক্তি কমন প্রকৃতির হন।
আমি এখন আলোচনা করবো যে রবিবার জন্ম গ্রহণ করি ব্যাক্তির চরিত্র কেমন হয়।তাহলে শুরু করছি।
রবিবার যারা জন্ম গ্রহণ করেন তারা খুব উদার প্রকৃতির হন।এরা সবাই কে নিয়ে চলতে খুব ভালোবাসে।এরা সবাই কে আগলিয়ে রাখেন।
এনারা খেলা ধুলার প্রতি খুব ই আগ্রহী হন।এনারা ক্রিকেট,ফুটবল,ব্যাডমিন্টন খলতে বেশি পছন্দ করেন।
এনারা খুবই বুদ্ধিমান হন।এনারা যদি মন দিয়ে পড়াশোনা করে তাহলে এরা পরীক্ষাতে ভালো নাম্বার পান।
এনারে জীবনে প্ল্যানিং করে কোনো কাজ করেন না। এনারা সবাই কে নিয়ে আনন্দ করতে ভালোবাসেন আর সবাইকে খাওয়াতে খুব পছন্দ করেন।
এনাদের মধ্যে রাজকীয় ভাব প্রচুর থাকে।কিন্তু এরা অলস প্রকৃতির ও হয়।
এনারা বেশিরভাগ ক্ষেত্রে ই খুব ই বিশ্বাসী প্রকৃতির মানুষ হন।এদের কে সহজে ই বিশ্বাস করা যায়।
কিন্তু এবার সব থেকে খারাপ দিক হলো এবার রাগ, জেদ।এরা এমনি সময় হাসি খুশি থাকলেও এদের রাগ খুব ই মারাত্মক হয়।এরা রাগের মাথায় যা কিছু করতে পারেন।রাগের সময় এদের মাথার ঠিক থাকে না।