34 C
Kolkata
34 C
Kolkata
বুধবার, মার্চ 29, 2023

ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন নুসরত ,পাশে বিশেষ বন্ধু যশ

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

যশ ই গাড়ি চালিয়ে নিয়ে এলেন মা আর সন্তানকে ।গত বৃহস্পতিবার দুপুরে ই মা হয়েছেন নুসরত জাহান ।খুশির হাওয়া অনুরাগী মহলে । ইন্ডাষ্ট্রির অন্দরমহলও সরগরম । শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ।মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। অপেক্ষা ছিল কবে ছেলেকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন সাংসদ অভিনেত্রী? সোমবার চার দিনের খুদে ঈশান কে নিয়ে গৃহপ্রবেশ করলেন মা নুসরত জাহান ।অভিনেত্রীর বিশেষ বন্ধু যশই গাড়ি চালিয়ে নিয়ে এলেন মা ও সন্তানকে ।

হাসপাতাল থেকে নবজাতককে কোলে করে নিয়ে বেরোলেন খোদ যশ। তরপর নুসরত গাড়িতে উঠলে তার কোলে দিয়ে দেন সদ্যোজাত কে ।এরপর নিজেই ড্রাইভ করে বাড়ির পথে রওনা হন যশ দাশগুপ্ত । এদিকে ছেলে কোলে নিয়ে উপস্থিত জনতাকে নমস্কার জানান নুসরত ।চোখেমুখে প্রাণোচ্ছ্বল , সদ্য মা হওয়ার খুশি ঝরে পড়ছে তাঁর চেহারায় ।
আগেই জানা গিয়েছিল , যে রবিবার নবজাতকের কিছু টেষ্ট করার পরেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন নুসরত ও তার সন্তান । সেইমতো টেস্টও হয়েছে ।বিলিরুবিন, থাইরয়েড সহ আরও কিছু টেষ্টের রিপোর্ট একদম ঠিকঠাক আসায় চিকিৎসকেরা ডিসচার্জ করার সিদ্ধান্ত নেন রবিবার সন্ধেয় । তবে সূত্রের খবর , নুসরত নিজেই আরও একদিন থেকে যেতে চান । শেষমেশ সোমবার ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন সাংসদ অভিনেত্রী ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.