কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
চুলের যেকোন সমস্যার সূত্রপাত হয় অপরিস্কার চুল থেকে ।প্রাচীনকালে পরিস্কারক জিনিস হিসেবে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের ব্যবহার বেশ জনপ্রিয় ছিল। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরী ঘরোয়া শ্যাম্পু ও কেনা শ্যাম্পুর মতো সমান কার্যকর ।এছাড়াও এতে কোন কৃত্তিম উপাদান ব্যবহার না করায় চুলে অনেক উপকার পাওয়া যায় ।
কিছু প্রাকৃতিক জিনিস ব্যবহার করে নিজেই নিজের শ্যাম্পু বানিয়ে নিতে পারেন ।এই ধরনের শ্যাম্পুর বড়ো উপকার হল , এটি চুল পরিস্কার করার পাশাপাশি চুলের সমস্যা ও কমায় ।তাছাড়াও আপনার চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বানাতেও পারবেন ।এতে চুল পরিস্কার ও যত্ন দুটোই হয়ে যায় ।
রিঠা:
চুল পরিস্কার করতে রিঠা খুবই সুপরিচিত । এক কাপ গরম জলে ছটি রিঠা সারা রাত ভিজিয়ে রাখতে হবে । চান করার সময়ে এই জল দিয়ে চুল পরিস্কার করা যেতে পারে ।চুলে তেল দেওয়া থাকলে রিঠার জল তেলের চিটচিটে ভাব কমিয়ে চুলকে ঝরঝরে করে তোলে ।
মুসুরির ডাল:
মুসুরির ডাল মিহি করে বেটে এতে দুই চা চামচ বেকিং সোডা ও একটি পুরো লেবু মিশিয়ে চুল পরিস্কার করতে পারেন । তৈলাক্ত চুলের জন্য এটি ভালো প্রাকৃতিক শ্যাম্পু ।
বেসন:
যেকোন ডালের বেসন এক কাপ জলে গুলে ফোটাতে হবে ।এভাবে সারা রাত রেখে দিতে হবে।চানের সময় এটি শ্যাম্পু হিসেবে ব্যবহার করা যায় ।শুষ্ক চুলের জন্য এই শ্যাম্পু বেশ উপকারী।
নিমপাতা :
মটর ডাল ও নিমপাতা মিহি করে বেটে নিতে হবে । তারপর এতে মেশাতে হবে দুই চা চামচ বেকিং সোডা। এটি প্রাকৃতিক ভাবেই উকুন ও খুশকি কমাতে সাহায্য করে ।
এই ভাবে প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে আমরা খুব সহজেই বাড়িতে শ্যাম্পু বানাতে পারি । যা ব্যবহার করলে আমাদের চুল উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে উঠবে ।