কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রের খবর, হাসপাতালে আর থাকতে চাইছেন না মুখ্যমন্ত্রী! এমনকি ডাক্তারদের মন ভালো লাগছে না বলেও জানান তিনি। আর এরপরেই তাঁর ইচ্ছাকে মান্যতা দিতেই শুরু হয় ডাক্তারদের তোড়জোড়। তড়িঘড়ি বৈঠকে বসেন ডাক্তাররা। এরপরেই মুখ্যমন্ত্রীকে ছাড়ার সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, ঘাড়, কাঁধ কবজির ব্যথা আর নেই। গোড়ালির ফোলা খানিকটা কমলেও ব্যাথা রয়েছে বলে জানা যাচ্ছে
এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ড থেকে মুখ্যমন্ত্রীকে ছুটি দেওয়ার আগে একটি মেডিকেল বুলেটিনে চিকিৎসকরা জানান আগের থেকে ভালো আছেন মুখ্যমন্ত্রী। তাঁর পা তে ফোলা কমলেও ব্যাথা রয়েছে। বাড়ি গিয়েও তাকে নিয়ম মেনে চলতে হবে। আগামী ১৫ দিন পর ফের মেডিকেল বোর্ডেের চিকিৎসকরা পর্যবেক্ষণ করবেন তাঁকে। উল্লেখ্য বুধবার নন্দীগ্রাম আসনে মনোনয়ন জমা দেওয়ার পরে সন্ধ্যা বেলা পায়ে গুরুতর আঘাত পান তিনি। গ্রীন করিডর করে নিয়ে আসা হয় কলকাতায় চিকিৎসা শুরু হয় এসএসকেএম হাসপাতালে।