কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ আপাতত স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ তাঁর ঘুম ভাঙে। লিকার চা, বিস্কিটের সঙ্গে দেওয়া হয় আ্যন্টিবায়েটিক। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আজ আবারও পরীক্ষা করবেন মুখ্যমন্ত্রীকে। ফোলা কমলে হবে পায়ে প্লাস্টার। গতকাল রাতে এমআরএই পর তাঁর পায়ে টেম্পোরারি প্লাস্টার করা হয়। উডবার্ন ওয়ার্ডের বাইরে একটি বোর্ডের ব্যবস্থা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যেখানে সাধারণ মানুষ থেকে দলীয় নেতা, কর্মীরা সকলেই শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন
অন্যদিকে দলনেত্রীর এই অবমাননা তত্ত্বকে সামনে রেখেই সর্বাত্মক আন্দোলনের পথে নামার প্রস্তুতি তৃণমূলের। রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাতে চাইছে দল। ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ প্রদর্শনও শুরু করেছেন তৃণমূল কর্মীরা। বিক্ষোভের ঢেউ পৌঁছেছে উত্তরবঙ্গেও। আজও জেলায় জেলায় বিক্ষোভ দেখাবেন তৃণমূল কর্মীরা।বুধবার মধ্যরাতে একটি ট্যুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বিজেপির উদ্দেশ্যে লেখেন, “২ মে রবিবার বাংলার মানুষ শক্তি দেখাবে। প্রস্তুত থেকো।”
মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠিত হয়েছে। এসএসকেএমের অধ্যক্ষ মণিময় বন্দ্যোপাধ্যায় ছাড়াও তিন বিভাগীয় প্রধান ও আরও পাঁচ বিশেষজ্ঞ রয়েছেন মেডিক্যাল বোর্ডে। রাখা হয়েছে অর্থোপেডিক, নিউরো সার্জারি, নিউরো মেডিসিন, জেনারেল সার্জারি, কার্ডিওলজি, এন্ডোক্রিনোলজি, জেনারেল মেডিসিন এবং অ্যানাস্থেশিয়া বিভাগের বিশেষজ্ঞদের।
মুখ্যমন্ত্রী বুকে ব্যাথা এবং নিশ্বাসের সমস্যার কথা জানিয়েছেন চিকিৎসকদের। যদিও ইসিজি রিপোর্ট সন্তোষজনক, তবুও আরও একবার ইকো হতে পারে তাঁর। আপাতত ৪৮ থেকে ৭২ ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।