কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ দুর্ঘটনার শিকার নাকি হামলা এই প্রশ্নে যখন তোলপাড় রাজ্য রাজনীতি। ঠিক সেই সময়
হাসপাতালের বেডে শুয়েই ভিডিও বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রয়োজন হলে হুইল চেয়ারে করে ঘুরতে পারেন। তবে শীঘ্রই কর্মসূচিতে ফিরবেন।
তিনি জানালেন, “কাল খুব জোরে লেগেছিল, হাত, পায়ে চোট আছে লিগামেন্টে ইনজুরি রয়েছে। মাথা ও বুকেও আছে ব্যথা রয়েছে। গাড়ির বনেটে দাঁড়িয়ে নমস্কার করছিলেন। সেসময় জোরে চাপ আসে। আশা করছি, দু-তিনদিনের মধ্যে কর্মসূচিতে ফিরতে পারব। হয়তো কটা দিন হুইল চেয়ার ব্যবহার করতে হবে, আপনাদের সকলের সহযোগিতা চাই।” একই সঙ্গে সকলকে সংযত ও শান্ত থাকতে আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।