কলোরিং হেনা করার জন্য ।
কি করতে হবে?
- এখানে প্লাস্টিকের বাটি বলা হয়েছে ওটাই ইউজ করবেন।
- পরের দিন হেনার সাথে যেটা লাগাতে হবে সেটা অবশ্যই করবেন তাতে চুল কন্ডিশনিং করে
- ঠিক প্রসেসে হেনা করলে অত্যন্ত কার্লি চুল ওয়েভি হয়ে যায় কিছু দিনের জন্য।
আগের দিন রাতে প্লাস্টিক এর বাটিতে পরিমাণ মতো হেনা পাউডার,এক চামুচ চিনি,এক চামুচ কফি পাউডার,এক চামুচ খয়ের গুঁড়ো গরম চায়ের লিকার দিয়ে মেশাতে হবে।
পরের দিন ওই হেনা এর সাথে একটু ডিম মিশিয়ে আটা মাখার মত নরম করে মেখে চুলের গোড়া থেকে ডগাতে লাগিয়ে ওপরে বেধে রাখতে হবে।
1 থেকে দেড় ঘণ্টা রাখার পরে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
রাতে oil ম্যাসাজ করে পরেরদিন সকালে শ্যাম্পু করে conditioner লাগিয়ে চুল ধুয়ে নিতে হবে।
উপকারিতা;
সাদা চুলে হেনার রং হয়ে যাবে।
চুল চক চক করবে।