ক্রমে ভয়াবহ চেহারা নিচ্ছে সেকেন্ড ওয়েভ, একদিনে আক্রান্ত ২,১৭,৩৫৩ জন
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ। দেশজুড়ে ক্রমে বাড়ছে সংক্রমণ। ২০২০ সালের থেকেও ২০২১ সালের সংক্রমণের চেহারা আরও ভয়াবহ।
একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,১৭,৩৫৩। একদিনে মারা গিয়েছেন ১,১৮৫ জন। দেশের ১০ রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই ১৫ দিনের জনতা কার্ফু ঘোষণা করেছে। একাধিক শহরে জারি হয়েছে করোনা কার্ফু।তার উপরে একাধিক হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। পাওয়া যাচ্ছে না বেডও। সব মিলিয়ে দেখা দিয়েছে চরম আতঙ্ক।
অন্যদিকে মহারাষ্ট্রের অবস্থা এতটাই সঙ্গীন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সেনা সাহায্য চেয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ঊদ্ধব ঠাকরে।