মোদীর কারণেই রাজ্যে বাড়ছে করোনা, নবদ্বীপের সভা থেকে বিস্ফোরক দাবি মমতার
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। একদিনে দেশে সংক্রমিত হয়েছেন দু লক্ষ সতের হাজারের বেশি। এমতাবস্থায় দাঁড়িয়ে নবদ্বীপের সভা থেকে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই বাংলায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। নবদ্বীপের সভা থেকে এমনই বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবদ্বীপের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন কয়েকমাস আগেও রাজ্যের করোনা পরিস্থিতি এতটা খারাপ ছিল না। ভোট ঘোষণার পরেই বিজেপি বাইরে থেকে লোক আনছে রাজ্যে।
প্রধানমন্ত্রী মোদীর জনসভার প্যান্ডেল করার জন্য গুজরাত, মধ্যপ্রদেশ থেকে লোক আনা হচ্ছে। তাঁরা রাজ্যে এসে করোনা ছড়িয়ে দিয়ে পালাচ্ছে। পরোক্ষে রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।