করোনায় আক্রান্ত হলেন যোগী আদিত্যনাথ ও অখিলেশ যাদব
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। প্রতিদিন লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। এবার করোনা আক্রান্ত হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব।
যোগী এবং অখিলেশ যাদব উভয়ই এই কথা টুইট করে জানিয়েছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইট করে বলেছেন, তাঁর শরীরে করোনার কিছু উপসর্গ দেখা গিয়েছিল। সঙ্গে সঙ্গেই তিনি করোনা পরীক্ষা করান। তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন।
চিকিৎসকের পরামর্শ সম্পূর্ণ মেনে চলছেন মুখ্যমন্ত্রী। সব কাজ তিনি ভার্চুয়ালি করছেন। এরপরই তিনি অনুরোধ করেছেন যাঁর এর মধ্যে তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন করোনা পরীক্ষা করিয়ে নেন।