এবার করোনা আক্রান্ত মনমোহন সিং ও রাহুল গান্ধী
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রয়েছে মৃদু উপসর্গ। মঙ্গলবার ট্যুইট করে একথা জানান তিনি। তিনি জানান, করোনা কয়েকটি উপসর্গ দেখার পরই তিনি পরীক্ষা করান।
রিপোর্ট পজিটিভ হওয়ায় আপাতত তিনি ঘরবন্দী রেখেছেন নিজেকে। চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন। এদিকে রাহুল গান্ধীর দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অন্যদিকে সোমবারই শোনা গিয়েছিল করোনা আক্রান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আপাতত দিল্লির এইমস এ চিকিৎসাধীন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। ভোট প্রচারে অসম, কেরল, তামিলনাড়ুতে গেলেও পশ্চিমবঙ্গে একদিনই প্রচারে এসেছিলেন তিনি। কিন্তু এ রাজ্যে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় তার বঙ্গ সফর বাতিল করেছিলেন রাহুল গান্ধী।