কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ দেশে শুরু হয়ে গিয়েছে করোনার সেকেন্ড ওয়েভ। লাগাম ছাড়া সংক্রমণে কার্যত দিশেহারা মহারাষ্ট্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী
রবিবার সেখানে ৩০, ৫৩৫ জনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। যা গত ২০২০-র মার্চ থেকে হওয়া একদিনে সংক্রমণে সর্বোচ্চ। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২৪, ৭৯, ৬৮২ জন। গত ২৪ ঘন্টায় ৯৯ জনের মৃত্যু হয়েছে। শতাংশের নিরিখে যা ২.১৫ শতাংশ।
রবিবার মুম্বইয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৭৭৫ জন। এই আক্রান্তের সংখ্যাও গত বছরের থেকে বেশি। ১১, ৩১৪ জনকে নিয়ে সমগ্র মহারাষ্ট্রে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২২, ১৪, ৮৬৭ জন। সেখানে এখনও পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ৫৩, ৩৯৯ জন। সুস্থতা নেমে গিয়েছে ৮৯. ৩২ শতাংশে।
রবিবার মহারাষ্ট্রে ৩০ হাজার ৫৩৫ জন আক্রান্ত হয়েছে। একই সঙ্গে মৃত্যু হয়েছে ৯৯ জনের। সে রাজ্যে আইসোলেটড হয়ে আছে ৯ লক্ষ ৬৯ হাজার ৮৬৭ জন। করোনা সেন্টারে ভর্তি হয়েছেন ৯ হাজার ৬০১ জন। মহারাষ্ট্রে মোট অ্যাক্টিভ কেস রয়েছে ২ লক্ষ ১০ হাজার ১২০ টি।
কর্ণাটকেও সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে করোনার
কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সে রাজ্যে করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়ে গিয়েছে। কর্ণাটকে গত ২৪ ঘন্টায় ১৭১৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ২ জনের মৃত্যু হয়েছে। সে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৪৯৩ জন।
মধ্যপ্রদেশে ১৩২২ জন নতুন করে আক্রান্ত গত ২৪ ঘন্টায় মধ্যপ্রদেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩২২ জন। এছাড়া ৩ জনের মৃত্যু হয়েছে। সে রাজ্যে ৮ হাজার অ্যাক্টিভ করোনা কেস রয়েছে।
ফের করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনায় শুক্রবার থেকে মহারাষ্ট্রে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অডিটোরিয়াম, থিয়েটার এবং বেসরকারি অফিসের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। মহারাষ্ট্রের করোনা বিধি অনুযায়ী অডিটোরিয়াম এবং বেসরকারি অফিসে ৫০ শতাংশ করে উপস্থিতি নির্দিষ্ট করা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত থাকবে বলে সরকারি নির্দেশিকায় বলা হয়েছে।