কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ সামনেই রঙের উৎসব দোল এবং হোলি। কিন্তু ইতিমধ্যেই চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ। এই রাজ্যেও পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। এর মাঝেই আগামী ২৭ শে মার্চ রাজ্যে প্রথম দফার নির্বাচন। তারপরের দিনই রঙের উৎসব দোল। স্বাভাবিক ভাবেই সংক্রমণ নিয়ে বাড়ছে চিন্তা।
এমত পরিস্থিতিতে সংক্রমণ রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নয়া নির্দেশিকা পাঠিয়েছে রাজ্যগুলিকে।তাতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সামনেই দোল, হোলি, ইদ। তাই করোনা সংক্রমণ রুখতে রাজ্যগুলি চাইলে স্থানীয় স্তরে এই উৎসব উদযাপনের উপর নিষেধাজ্ঞা জারি করতেই পারে।
বুধবার সংবাদসংস্থা এএনআইয়ের তরফ থেকে একটি টুইট করে রাজ্যগুলিকে পাঠানো স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশিকার খবর জানানো হয়। প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব কিংবা প্রশাসনিক শীর্ষ আধিকারিককে উদ্দেশ্য করে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যগুলি চাইলে আসন্ন হোলি, শবে বরাত, বিহু, ইস্টার এবং ইদ-উল-ফিতর উৎসবে স্থানীয় স্তরে নিষেধাজ্ঞা জারি করতে পারে। পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ করা হতে পারে।(ফাইল ছবি)