দেশে একদিনে আক্রান্ত প্রায় সাড়ে তিন লক্ষ, মৃত ২ হাজার ৬২৪
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ পরিস্থিতি খারাপ হচ্ছে প্রতিদিন। আক্রান্তের সংখ্যা গড়ে চলেছে নতুন রেকর্ড। এর সঙ্গে যোগ হয়েছে অক্সিজেনের অপ্রতুলতা। হাসাপাতাল গুলিতে অমিল শয্যা। সব মিলিয়ে অত্যন্ত সঙ্গীন করোনার দ্বিতীয় ঢেউতে সামগ্রিক অবস্থা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন। সবমিলিয়ে গত বছর থেকে এখনও অবধি আক্রান্ত হলেন ১ কোটি ৬৬ লক্ষ ১০ হাজার ৪৮১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড তৈরি হয়েছে। শনিবার ২ হাজার ৬২৪ মৃত্যু হওয়ায় দেশে এখনও অবধি প্রাণ হারালেন ১ লক্ষ ৮৯ হাজার ৫৪৪ জন।