এবার কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত হলেন নলহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মইনুদ্দিন শামস। করোনা পজিটিভ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । জানা গিয়েছে, করোনামুক্ত হয়ে বাড়িতেও ফিরে গিয়েছিলেন প্রাক্তন বিধায়ক। কিন্তু, ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।
শরীরে কোভিডের একাধিক উপসর্গ থাকায় তাঁকে কোভিড টেস্টের পরামর্শ দেন চিকিৎসকরা। ৫ মে তাঁর করোনা ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মাত্র চার দিন আগে কোভিডমুক্ত হয়ে বাড়ি ফিরলেও ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। রবিবার ভোর ৫টা নাগাদ মৃত্যু হয় তাঁর। করোনা নেগেটিভ হলেও ঝাঁঝরা করে দিচ্ছে এই মারণ ভাইরাস, মতামত বিশেষজ্ঞদের। এক্ষেত্রেও কোভিডমুক্ত হলেও ভাইরাসের মারণ থাবাই মইনুদ্দিন শামসের মৃত্যুর অন্যতম কারণ, জানা যাচ্ছে এমনটাই।
প্রসঙ্গত, বাম শরিক দল ফরওয়ার্ড ব্লকে যোগদানের মাধ্যমে নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন মইনুদ্দিন শামস। তাঁর বাবা কলিমুদ্দিন শামস ছিলেন বাম আমলে রাজ্যের মন্ত্রী। তবে পরবর্তী সময়ে মইনুদ্দিন বাবার দল ছেড়ে শাসকদল তৃণমূলে (TMC) যোগ দেন। ২০১৬ সালে নলহাটি কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন। তবে একুশে আর তৃণমূলের প্রার্থী হতে পারেননি তিনি। ফিরে যেতে চেয়েছিলেন পূর্বের রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লকে। কিন্তু বামফ্রন্টের কঠোর নিয়মনীতির বেড়াজালে তাঁকে ফেরানো হয়নি। তাতেও দমে না গিয়ে নলহাটি কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হয়ে এবারের ভোটে লড়েছিলেন মইনুদ্দিন। তার পরপরই অসুস্থ হয়ে পড়েন। করোনা আক্রান্ত হন। তবে তা থেকে মুক্ত হওয়ার পরও জীবনে ফিরতে পারলেন না। মাত্র ৫৪ বছর বয়সেই জীবনে ইতি পড়ল।