এয়ার ইন্ডিয়া (Air India) থেকে ফাঁস হয়ে গিয়েছে যাত্রীদের তথ্য। গত ১০ বছর যাঁরা এয়ার ইন্ডিয়ার বিমানে ভ্রমণ করেছেন তাঁদের প্রত্যেকেরই ব্যক্তিগত তথ্য এখন সংকটে। তাদের প্রায় ৪৫ লক্ষ যাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে। শুক্রবারই এমনটাই জানাল এয়ার ইন্ডিয়া (Air India)। তিন মাস আগে প্রথম বিষয়টি তাদের নজরে এসেছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি। জানা গিয়েছে, ২০১১ সালের ২৬ আগস্ট থেকে ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে বিভিন্ন সময়ের যাত্রীদের তথ্য ফাঁস হয়েছে।
এই তথ্যের মধ্যে রয়েছে নাম, জন্ম তারিখ, যোগাযোগ নম্বর, টিকিটের তথ্য, পাসপোর্টের বিস্তারিত তথ্য ইত্যাদি। এর পাশাপাশি ক্রেডিট কার্ডের ডিটেলসও ফাঁস হয়ে গিয়েছে সাইবার হানায়। হ্যাকাররা জেনেভা ভিত্তিক যাত্রীবাহী সিস্টেম অপারেটর SITA-কে টার্গেট করেছিল। এই সংস্থা এয়ার ইন্ডিয়ার পাশাপাশি সিঙ্গাপুর এয়ারলাইনস, লুফথানসা এবং ইউনাইটেড সহ একাধিক বিমান সংস্থার স্টার অ্যালায়েন্সকে অপারেট করে।
” সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়া ও স্টার এয়ারলাইন্সের যাত্রীদের তথ্য ফাঁস হয়েছে। তবে যেগুলো পাসওয়ার্ড প্রোটেকটেড ডেটা রয়েছে সেগুলো হ্যাকাররা হ্যাক করতে পারেনি। যেহেতু তাদের ডেটা প্রসেসরে CVV বা CVC নম্বর থাকে না তাই সেই সংক্রান্ত তথ্য সুরক্ষিত রয়েছে বলে মনে করা হচ্ছে।