কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
ফের একলাফে অনেকটাই বেড়ে গেল রান্নার গ্যাসের দাম ।আজ থেকে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ২৫টাকা বাড়ল ।এর জেরে কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ৮৮৬ টাকা ।আজকের মূল্যবৃদ্ধির জেরে গত ৬মাসে মোট ১৪১ টাকা দাম বেড়েছে ।আর একবছরের নিরিখে ২৪১ টাকা দাম বেড়েছে সিলিন্ডারের দাম ।এর আগে কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ছিল ৮৬১টাকা ।সেই দাম বেড়ে হল ৮৮৬ টাকা ।
এর আগে ১ লা আগষ্ট ৭৩.৫ টাকা দাম বাড়ে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত সিলিন্ডারের ।তবে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত ছিল ।এর আগে ১লা জুলাই ২৫টাকা দাম বাড়ানো হয়েছিল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ।এর আগেও ফেব্রুয়ারী ও মার্চ মাসে বেড়েছিল সিলিন্ডারের দাম ।অবশ্য এপ্রিলে ১০ টাকা দাম কমানো হয়েছিলো ।তবে জুলাই এ ফের বাড়ানো হয় সিলিন্ডারের দাম ।
চলতি বছরের জানুয়ারিতে দিল্লিতে ১৪.২কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ছিল ৬৯৪ টাকা ।১লা ফেব্রুয়ারী তা বেড়ে হয় ৭১৯ টাকা । এরপর ১৫ই ফেব্রুয়ারী তা আরও বেড়ে হয় ৭৬৯ টাকা ।এরপর মার্চে তা বেড়ে দাঁড়ায় ৮১৯ টাকায় ।আর এবার ফের ২৫ টাকা দাম বাড়ে সিলিন্ডারের ।