কন্ডিশনিং হেনা।
হেনা, অ্যাভোকাডো তেল এবং ডিম
আপনার চুল কে গভীরভাবে পুষ্টিকর এবং কন্ডিশনিং করে, মেহেদি বিভক্ত প্রান্তগুলি নিয়ন্ত্রণ করতে পারে। 3 টেবিল চামচ মেহেদি গুঁড়া, 2 টেবিল চামচ অ্যাভোকাডো তেল এবং একটি ডিম নিন। একটি মসৃণ পেস্ট তৈরি করুন এবং মাথার তালু এবং চুলে লাগান। সেরা ফলাফলের জন্য মাস্কটি প্রায় তিন ঘন্টা রাখুন।
প্রপার হেনা করবেন কি ভাবে আর কি কি করতে নেই দেখে নিই আসুন।
যে দিন হেনা করবেন তার আগের দিন রাতে লোহার পাত্রে পরিমাণ মতো হেনা পাউডার,চিনি,এক চামুচ মেথির গুঁড়ো,এক চামুচ আমলা পাউডার উষ্ণ জল দিয়ে মেখে রেখে দিতে হবে।
পরের দিন সকালে ভেজানো জিনিস গুলোর সাথে 50 গ্রাম টক দই,একটা ডিম,পাতিলেবুর রস মিশিয়ে একটু ঘন করে মেখে নিতে হবে।এর পরে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে উচু করে খোঁপা করে নিতে হবে।
যদি কোনো পাতলা প্লাস্টিক থাকে তাহলে মাথায় এমন ভাবে মুড়ে নিন যেরকম ফোটো তে দাওয়া আছে।
1 ঘণ্টা থেকে দেড় ঘণ্টা রাখার পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।তারপরে এক মগ জলে 2-3 চামুচ ভিনিগার মিশিয়ে মাথায় ঢালতে হবে।
উপকারিতা;
1) হেনা এর ফলে চুল পুষ্টি,প্রোটিন পায়।
2)চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পায় ও চুল নরম হয়।
3)চুল বড় হয়,চুলের ডগা ফেটে না।