কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
বুলেটপ্রুফ ভেস্ট , কালাশনিকভ রাইফেল , রকেট লঞ্চার নিয়ে তালিবানরা দাপিয়ে বেরোচ্ছে আফগানিস্তান জুড়ে । জঙ্গিদের অস্ত্রের বাহার রীতিমতো সাড়া জাগানো । সঙ্গে আবার যুক্ত হয়েছে আফগান সেনার ফেলা যাওয়া মার্কিন ফৌজের অত্যাধুনিক এম ১৬ রাইফেল সহ মিসাইল সিস্টেম ।
এখানে অস্ত্রের বাহার থাকলেও ভাতের যোগান নেই । অনাহারে রয়েছেন এককোটি চল্লিশ লক্ষ আফগানি ।আফগানিস্তান জুড়ে তালিবানরা যে নৈরাজ্য ও অরাজকতা চালাচ্ছে , তাতে সংকটের মুখে রয়েছেন দেশবাসী। জঙ্গিদের ভয়ে ব্যবসার সাধারণ নিয়ম ও পরিকাঠামো ভেঙে পড়েছে। তার প্রভাব পড়েছে খাদ্য ও পরিবহণে ও। অবশ্য গত তিন বছরে দুবার মারাত্মক খরার মুখে পড়েছে আফগানিস্তান ।তার ওপর আছড়ে পড়েছিল করোনা মহামারী ।যা দেশের অর্থনৈতিক অবস্থা কে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে ।দেশটির বর্তমান পরিস্থিতির ছবি কাবুল থেকে রাষ্ট্রসংঘের কাছে তুলে ধরেছেন বিশ্ব খাদ্য প্রকল্পের প্রধান মেরি আ্যলেন ম্যাকগোয়ার্টি ।তিনি বলেন , “অনাবৃষ্টির কারণে আফগানিস্তানের একটা বড়ো অংশের ফসল নষ্ট হয়েছে ।তার ওপর তালিবানরা একের পর এক প্রদেশে যুদ্ধ করেছে ।ফসলের গোলা পুড়িয়ে দেওয়া হয়েছে ।সব মিলিয়ে মোট উৎপাদনের ৪০ শতাংশ ফসল নষ্ট হয়েছে ।শীত এগিয়ে আসছে ।তার আগে যথেষ্ট পরিমাণে ফসল উৎপাদন না হলে আফগানিস্তানে আরও খাদ্য সংকট তৈরি হতে পারে ।