27 C
Kolkata
27 C
Kolkata
শনিবার, মার্চ 25, 2023

দেশে টানা সাতদিন ৫০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ, কমছে অ্যাকটিভ রোগী

কোভিডে তৃতীয় ঢেউ আসন্ন, তবে তার আগে স্বস্তি দিচ্ছে করোনা গ্রাফ। একটা সময় যেখানে দৈনিক সংক্রমণ ৪ লক্ষের গণ্ডি পেরিয়েছিল, সেখানে তা কমে দাঁড়িয়েছে ৫০ হাজারের নিচে। নিম্নমুখী গ্রাফই বলে দিচ্ছে লকডাউন ও কড়া বিধিনিষেধ মেনে মারণ ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী ব্যাটিং করছে ভারতবাসী। গতকালের তুলনায় আজ ফের কমল দৈনিক আক্রান্তের সংখ্যা।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের  দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ হাজার ৭১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের চেয়ে ২ শতাংশ কম। দৈনিক করোনামুক্তের সংখ্যা ৫২ হাজার ২৯৯ জন। কমছে সক্রিয় করোনা রোগীর হার। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৪ লক্ষ ৮৫ হাজার ৩৫০ জন। তবে শুক্রবারের তুলনায় শনিবার দেশে করোনায় মৃত্যু হার কিছুটা বেড়েছে। শনিবার কোভিড সংক্রমণে প্রাণ গিয়েছে ৯৫৫ জনের।

তবে মানুষ নতুন করে গৃহবন্দি হওয়ায় ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হল ৪ লক্ষ ৮৫ হাজার ৩৫০ জন। সেই সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৫২ হাজার ২৯৯ জন। এখনও পর্যন্ত দেশে ২ কোটি ৯৬ লক্ষ ৫৮ হাজার ৭৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।

শনিবার দেশে ১৮ লক্ষ ৩৮ হাজার ৪৯০ নমুনা পরীক্ষা হয়েছে। দৈনিক টিকাকরণ হয়েছে ৩৫ কোটি ১২ লক্ষ ২১ হাজা ৩০৬ জনের।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.