নয়াদিল্লি: দেশের কোভিডগ্রাফে ওঠানামা লেগেই আছে। স্বস্তি দিয়ে গতদিনের তুলনায় বেশ কিছুটা কমলো দেশের দৈনিক সংক্রমণ। একদিনে দৈনিক করোনা (Covid-19) আক্রান্ত হল ২ লক্ষ ৫৯ হাজার ৯৫১ জন। যা গত দিনের তুলনায় প্রায় ১৬ হাজার কম। তবে দৈনিক মৃত্যুসংখ্যা বেড়েই চলেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৯৫১ জন। যা গত বৃহস্পতিবারের থেকে অনেকটাই কম। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৭৬ হাজার ৭০ জন। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি। একদিনে করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২৯৫ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২ কোটি ২৭ লক্ষ ১২ হাজার ৭৩৫ জন। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা আগের দিনের থেকে বেশ খানিকটা বেড়েছে।গত একদিনে করোনার বলি হয়েছে ৪ হাজার ২০৯ জন। বৃহস্পতিবারের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩০লক্ষ ২৭ হাজার ৯২৫ জন। তবে এখনও পর্যন্ত ১৯ কোটি ১৮ লক্ষ ৭৯ হাজার ৫০৩ জনের টিকাকরণ সম্ভব হয়েছে।
অপরদিকে দেশজুড়ে করোনা মহামারীর মাঝে থাবা বসিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। বুধবার পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে (Black fungus) আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫০০ জন। মারা গিয়েছেন ১২৬ জন। শুধুমাত্র মহারাষ্ট্রে মারা গিয়েছেন ৯০ জন। মহারাষ্ট্রের পর সবথেকে বেশি আক্রান্ত হয়েছে হরিয়ানা। সেখানে এই নতুন সংক্রমণের কারণে ১৪ জন মারা গিয়েছেন। উত্তর প্রদেশে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তারা সকলেই লখনউয়ের বাসিন্দা। পাশাপাশি ঝাড়খণ্ডে চারজন এই সংক্রমণের বলি হয়েছে।এমনকি অনেক রাজ্যে অ্যান্টি-ফাঙ্গাল ওষুধ লাইপোসোমাল অ্যামফোটারিকিন বি’র (liposomal amphotericin B) ঘাটতি দেখা দিয়েছে।
মহামারীতেও এখনও ৫০ শতাংশ মানুষ মাস্ক পরেন না দাবি করেছেন স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সেক্রেটরি লভ আগরওয়াল। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর জনিয়েছে, গত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে কোভিড -১৯ এর পরীক্ষায় ধারাবাহিকভাবে বাড়ানো হয়েছে। গত ১২ সপ্তাহ আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ার পর অবশেষে কমতে শুরু করেছে দৈনিক সংক্রমণ।