সামনেই দীপাবলি। l তার আগেই ধনতেরাস। কার্তিক মাসের ত্রয়োদশী। এই তিথিতে ধনতেরস উৎসব। ধনদেবীর আরাধনার এক বিশেষ দিন। দীর্ঘদিন ধরে উত্তর ভারতেই এর চল থাকলেও এখন বাংলাতেও বেশ জনপ্রিয় ধনতেরস। সোনা-রুপোর গয়না কিনতে ওই দিন ভিড় জমান মানুষ। তবে নিজের সাধ্যমতন যে কোনও ধাতব সামগ্রী কেনাই এই দিনের রীতি। ‘ বিশ্বাস, কালী করেন অশুভ শক্তির বিনাশ আর লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি। তাই দীপাবলির দু’দিন আগে শুরু হয়ে যায় ধনতেরস। শুরু হয় কেনাকাটা। ধনতেরসে ঘরে আসুক সম্পদ। ধনসম্পত্তির কামনায় ধনদেবীকে তুষ্ট করাই প্রথা৷ যাতে সারা বছরের জন্য নিশ্চিত হয় সম্পদ-বৃদ্ধির সম্ভাবনা।
ধনতেরাসের তারিখ
২০২১ সালে কালীপুজো বা দিওয়ালি পড়েছে ৪ নভেম্বর। সেই দিন বাংলায় যেমন পালিত হবে মা কালিকার শক্তির পুজোকে ঘিরে উৎসব, তেমনই ধনদাত্রী লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের আরাধনায় সেদিন ভারতের বিভিন্ন প্রান্তে পালিত হবে দিওয়ালি। এদিকে, কৃষ্ণা চতুদর্শীর আগে ত্রয়োদশীর দিন রয়েছে ধনতেরাসের অনুষ্ঠান । সেদিন ভারতের দিকে দিকে পালিত হবে এই বিশেষ সময়ক্ষণ ঘিরে পুজো। এবারে ধনতেরাস পড়েছে ২ নভেম্বর।
এই বছর ধনতেরাস তিথি কখন পড়েছে জানুন : (Dhanteras 2021 – Date and Muhurat (Dhanteras 2021 Puja Time Muhurat)
ধনতেরাসের তিথি (Dhanteras Date ) : ২ নভেম্বর, ২০২১ ( 02 November 2021, Tuesday )
বিশেষ ক্ষণ (Prashod Kaal Period) : বিকেল ৫.৩৫ থেকে রাত ৮ টা ১১
তৌরস কাল (Taurus Period) – সন্ধে ৬.১৮ থেকে ৮.১৪
পুজোর শুভ মুহূর্ত ( Dhanteras 2021 Pujan Shubh Muhurat) – সন্ধে ৬.১৮ থেকে ৮.১১ পর্যন্ত
কোন সময়ে ধাতু কেনা শুভ?
মূলত ধনতেরাসের পুজোর সময়কালের মধ্যে মহামূল্যবান ধাতু কেনা শুভ বলে মনে করা হচ্ছে। সেই সময়ে মূলত, বাসন বা ঘরের জিনিস কেনা হয়। তবে সোনা কিনে সেদিন ধরে আনলে তা লক্ষ্মীলাভের মতো করে ফল দেয়। ফলে অনেকেই ধনতেরাসের দিন ঘরে লক্ষ্মী আনার ইচ্ছাতে এই দিনে সোনা কিনে থাকেন। এমন দিনে ২ রা নভেম্বর সন্ধ্যে ৬ টা ১৮ মিনিট থেকে ৮ টা ১১ মিনিটের মধ্যে সোনা কিনলে তা শুভ ফল দিতে পারে।
কেনা কাটা নিয়ে জ্যোতিষ টিপস
এমন একটা সময় কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে সমুদ্র মন্থন করে অমৃত উঠে এসেছিল বলে জানা যায়। সেই সময় ঈশ্বর ধন্বন্তরি কলস নিয়ে প্রকট হন বলে শোনা যায়। এই জন ধনতেরাসের দিন কলসী জাতীয় জিনিস কেনার জন্য পরামর্শ দেন জ্যোতিষবিদরা। যদিও কলসকে কেন্দ্র করেই ধনতেরাসে কেনাকাটার রীতি প্রচলিত, তবে এমন দিনে ধনের দেবতা কুবেরের পুজোতে ব্যবহার হতে পারে এমন জিনিস কেনাও লাভজনক বলে মনে করা হয়।