27 C
Kolkata
27 C
Kolkata
শনিবার, মার্চ 25, 2023

দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি , ভারী বৃষ্টিতে কলকাতায় সকালেই ঘনাল সন্ধে, উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা

রবিবার যে দক্ষিণবঙ্গে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তা আগেই জানিয়েছিল আলিপুর। দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর। এদিন স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলা। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে এদিন। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল শহরের আকাশ।উত্তরবঙ্গের ছবিও একইরকম। রবিবার এবং সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজস্থান থেকে নাগাল্যান্ড পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা বিহার ও উত্তরবঙ্গের (North Bengal) উপর দিয়ে গেছে। তার প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বাংলায় বৃষ্টি। রবিবার কলকাতায় দিনভর আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি চলছে সকাল থেকেই। তবে বৃষ্টি কমে গেলেই জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উল্লেখ্য, গত সপ্তাহে উষ্ণতার পারদ বেশ খানিকটা চড়েছিল। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারনে, অস্বস্তি বাড়ছিল ক্রমাগত। তবে গতকাল অর্থাৎ শনিবার থেকে সমীকরণ বদলাতে শুরু করেছিল। তবে অবশেষে বৃষ্টির খবর মেলায় কিছুটা স্বস্তি ফিরেছে। সপ্তাহজুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। পাশাপাশি রয়েছে বজ্রপাতের অশনি সংকেত।

অন্যদিকে, দুর্যোগ ক্রমশই বাড়ছে উত্তরবঙ্গে (North Bengal)। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ পাঁচ জেলায় সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। প্রবল বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা। বাড়বে নদীর জলস্তর। নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা। ইতিমধ্যেই বিপদগ্রস্ত এলাকার বাসিন্দাদের অন্যত্র সরানোর কাজ শুরু হয়েছে। বাংলার পাশাপাশি অতি ভারী বৃষ্টি হবে বিহারে। প্রবল বর্ষণের সম্ভাবনা অসম ও মেঘালয়েও। উত্তর-পূর্ব ভারতের মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.