কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
প্রেমিকাকে নিয়ে স্কোয়াড ছেড়ে চম্পট দিলেন মাওবাদী নেতা মহারাজ প্রামাণিক ।সঙ্গে নিয়ে গেলেন সংগঠনের চল্লিশ লক্ষ টাকা , একাধিক বন্দুক , বেশ কিছু কার্তুজ ,ট্যাব , ওয়াকিটকি, মোবাইল সহ আরও কিছু জিনিসপত্র ।মহারাজের এই অপরাধের জন্য তাকে গণ আদালতে বিচার করে শাস্তি দেওয়ার ফতোয়া জারি করেছে মাওবাদীরা।
কে এই মহারাজ ? জানা গিয়েছে , তার বাড়ি ঝাড়খণ্ডের সরাইকেলা খরসোয়া জেলার দারুদা গ্রামে ।একসময় ঝাড়খণ্ড পুলিশে গাড়ি চালকের চাকরি পান। ২০০৮সালে একাধিক চুরির ঘটনায় নাম জড়িয়ে যাওয়ায় তাকে দুবার জেল খাটতে হয় । জেল থেকে বেরিয়ে আসার পর যোগ দেন মাওবাদীদের সঙ্গে । মহারাজের সাংগঠনিক ক্ষমতা ভাল থাকায় দ্রুত তাঁর উত্থান ঘটতে থাকে সংগঠনে । প্রথমে সাধারণ স্কোয়াড সদস্য হিসাবে কাজ করলেও অল্প দিনের মধ্যেই এরিয়া কমিটিতে জায়গা হয় তাঁর ।২০১১ সালে মহারাজ সিপিআই মাওবাদী সংগঠনের এরিয়া কমিটির সদস্য হন ।২০১৫ সালের গোড়াতেই তিনি জোনাল কমিটির সদস্য পদ পান ।
২০১১ সালে এরিয়া কমিটির সদস্য থাকাকালীন মহারাজের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সিপিআই মাওবাদী সংগঠনের এরিয়া কমিটির সদস্যা বেলুন সর্দারের । জানা গিয়েছে ,বেলুনের বাড়ি ঝাড়খণ্ডের সরাইকেলা খরসোয়া জেলার রাজমা গ্রামে । একাধিক নাশকতার ঘটনায় দুজনে একসঙ্গে কাজ করেছেন বলেও জানা গিয়েছে ।তাঁদের দুজনের প্রেমের সম্পর্ক নজর এড়ায়নি সংগঠনের নেতৃত্বের । কিন্তু সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই নেতার ব্যক্তিগত জীবনে সে ভাবেনাক গলাননি সংগঠনের অন্যান্যরা ।সেই প্রেমিকাকে নিয়েই স্বাধীনতা দিবসের আগের রাতে স্কোয়াড ছেড়ে পালান মহারাজ ।