দোলযাত্রা একটি বিখ্যাত উৎসব। বাংলার বাইরে এই উৎসব হোলি নামে পরিচিত । এই উৎসবের অপর নাম বসন্তোৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়।
বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। তাই দোলযাত্রার দিন রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন।ভারতবর্ষের প্রায় সব রাজ্যেই হোলি বা দোলযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। আবার এই পূর্ণিমা তিথিতেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌরপূর্ণিমা বলা হয়ে থাকে।
পঞ্জিকা মতে ২৮শে মার্চ ২০২১,বাংলার ১৪ই চৈত্র ১৪২৭ রবিবার দোলযাত্রা অনুষ্ঠিত হবে।
পূর্নিমা ২৭ মার্চ ২টো ৪৩ AM থেকে ২৯শে মার্চ ১২টা ৫৪ AM।
অর্থাৎ ১৪ই চৈত্র ( ২৮শে মার্চ) রবিবার ভোর ২টা ৪৩ মিনিট থেকে রাত ১২টা ৫৪ মিনিট অবধি পূর্নিমা তিথি।
ঐদিন সূর্যোদয় –০৫ঃ৩৭। সূর্যাস্ত – ৫ঃ৪৩ ( কলকাতায়)।