27 C
Kolkata
27 C
Kolkata
শনিবার, মার্চ 25, 2023

শুষ্ক কালো ঠোঁট থেকে মুক্তির ঘরোয়া উপায়

প্রথম দর্শনেই মানুষের নজর পরে সামনের মানুষটির চোখ এবং ঠোঁটের ওপর। কেবল একজোড়া উজ্জল  ঠোঁট  আপনার হাসিকে করে তুলতে পারে আরো আকর্ষণীয়, মুখ  করে তুলতে পারে মোহময়ী।
আমাদের চেহারায় এক জোড়া গোলাপি ঠোঁট আমাদের সৌন্দর্যকে আরো অনেক বেশি বাড়িয়ে দেয়। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ঠোঁট নিজের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে দিনদিন কালো হয়ে পড়ে।  আমাদের  ইচ্ছে থাকে বাড়িতেই যেন  নিজেদের ঠোঁটের কালো রংকে দূর করে  গোলাপি করে তুলতে পারি।
তাই জেনে নিন ঠোঁটকে সুন্দর রাখার সহজ উপায়গুলো।

সুন্দর কোমল গোলাপি ঠোঁট পেতে যা করবেন

. বিট পাতলা করে কেটে নিয়মিত ঠোঁটে ঘষুন, এটি আপনার ঠোঁট কে লাল ও কোমল হতে সাহায্য করবে।

. মধুর সাথে চিনি এবং কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে ১০ মিনিট ঠোঁটে  ঘষুন।

৩. ঠোঁটকে উজ্জ্বল করতে ল্যাক্টিক এ্যাসিড খুব উপকারী।  খানিকটা দুধ তুলোয় করে ঠোঁটে  ঘষে নিন। শুষ্ক চামড়াকে তুলে ফেলার মাধ্যমে দুধ ঠোঁটের কালো হওয়াকেও প্রতিরোধ করে।

৪.  গোলাপের পাপড়ি দুধের মধ্যে রেখে তাতে মধু ও গ্লিসারিন মিশিয়ে নিন। প্রলেপটি ১৫ মিনিট ঠোঁটে  মাখুন। এরপর দুধ দিয়ে ঠোঁটকে মুছে নিন। প্রতিদিন  ব্যবহারে আপনার ঠোঁটকে  করে তুলবে আকর্ষনীয়।

৫. লেবুর  এসিড ঠোঁটের শুষ্ক চামড়াকে তুলে ফেলতে সাহায্য করে। তবে লেবুর রসের সাথে খানিকটা চিনি ও মধু মিশিয়ে ঠোঁটে মাখুন,  মাখার একঘন্টা পর ধুয়ে নিন।

৬. লেবুর রসের সাথে খানিকটা গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে  মাখুন। কয়েকদিনেই আপনি পাবেন দারুণ  ফলাফল।

৭. বাদামের তেল, মধু ও চিনির মিশ্রন করুন। এটি আপনার ঠোঁটকে কেবল সুন্দরই করবে না, কোমলতাও বাড়াবে।

৮. ঘুমানোর আগে ঠোঁটে পালং পাতা ঘষে নিন। সাথে রাখতে পারেন জাফরানও। এই দুটি  উপাদানের নিয়মিত ব্যবহার আপনার শুষ্ক ঠোঁটকে সারিয়ে তুলবে ।

৯. প্রতিদিন টমেটো পেষ্ট করে ঠোঁটে মাখুন। আপনার ঠোঁট  হবে উজ্জ্বল।

১০. শশার রসও ঠোঁটের কালো হওয়কে প্রতিরোধ করে।  প্রতিদিন অন্তত ৫ মিনিট শসার রস ঠোঁটে ঘষুন।

মনে রাখবেন
★ ধুমপান ঠোঁটের জন্যে ক্ষতিকর। তাই ধুমপান থেকে বিরত থাকুন।

★  রাতে ঘুমাতে যাবার আগে লিপস্টিক তুলে ফেলতে ভুলবেননা।

★ জিহ্বা দিয়ে অবিরত ঠোঁট  ভেজানো বন্ধ করুন।  আসলে ঠোঁটের সৌন্দর্য হানি হয়। বদলে ব্যবহার করুন লিপজেল।

★  ফাস্টফুডের পরিবর্তে শাক-সব্জী খাওয়ার পরিমাণ বাড়ান।

★  চা এবং কফির পরিবর্তে জল খাবার পরিমাণ বাড়ান। প্রচুর পরিমাণে পানি আপনার ঠোঁটকে  রাখতে পারে সুস্থ ও স্বাভাবিক সৌন্দর্যময়।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.