34 C
Kolkata
34 C
Kolkata
বুধবার, মার্চ 29, 2023

দু মাসের মধ্যে জিতে আসতে না পারলে মুখ্যমন্ত্রীত্ব ছাড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কে

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ভোটে জিততে পারেননি ।যদিও তা নিয়ে হাইকোর্টে মামলা চলছে ।তবে ছমাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কে অন্য কেন্দ্র থেকে জিততে হবে ।এই নিয়ে সোমবার নবান্নের সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে , মমতা নির্বাচন কমিশন কে মনে করিয়ে দিতে চাইলেন চার মাস হয়ে গেল ।

এদিন মুখ্যমন্ত্রী বলেন , আমি মনে করি নির্বাচন কমিশনের যতশীঘ্র সম্ভব নির্বাচনের দিন ঘোষণা করা উচিত ।তাছাড়া আমাদের রাজ্যে কোভিড নিয়ন্ত্রনে আছে ।মানুষের ভোট দেওয়ার অধিকার আছে তার নিজস্ব বিধানসভায় ।ইতিমধ্যেই নির্বাচন কমিশন সমস্ত রাজনৈতিক দলের থেকে কোভিড পরিস্থিতিতে কিভাবে ভোট সম্ভব সে ব্যাপারে পরামর্শ চেয়েছে ।সেই প্রসঙ্গে মমতা এদিন বলেন , নির্বাচন কমিশন আমাদের মতামত চেয়েছে ।৩০ শে আগষ্টের মধ্যে সব তথ্যসহ আমরা মতামত কমিশনকে জানিয়ে দেব । আমাদের রাজ্যে কোভিড গ্রাফ একদম নিচের দিকে ।

বাংলার সাত কেন্দ্রে উপনির্বাচন বাকি রয়েছে ।সেগুলি হল , কোচবিহারের দিনহাটা , মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও জঙ্গিপুর , উত্তর চব্বিশ পরগনার খড়দহ , নদিয়ার শান্তিপুর , দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা , এবং কলকাতার ভবানীপুর । গত সপ্তাহেই চার জেলা ও কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে এই সাত বিধানসভা প্রায় কোভিডশূন্য । ফলে কমিশন চাইলেই ভোট করাতে পারে ।কোনও সমস্যা হবে না ।বিজেপি অবশ্য বলছে , যদি বাঙলা কোভিড শূন্য হয়ে গিয়ে থাকে তাহলে তাদের রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না কেন ? লোকাল ট্রেন ও কেন চালানো হচ্ছে না ।এখন দেখার , ৩০ শে আগষ্টের মধ্যে সব রাজনৈতিক দলের মতামত পাওয়ার পর কী সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.