34 C
Kolkata
34 C
Kolkata
রবিবার, মার্চ 26, 2023

“দুয়ারে রেশন” নিয়ে গাইডলাইন প্রকাশ করল রাজ্য

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

১৫ই সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে শুরু হচ্ছে “দুয়ারে রেশন “ প্রকল্প । ইতিমধ্যেই তার প্রস্তুতি নিতে শুরু করেছে খাদ্য দফতর । তার জন্য একটি গাইডলাইন জেলাগুলিতে পাঠাল রাজ্য খাদ্য দফতর । গাইডলাইনে পাইলট প্রকল্প হিসেবে বলা হয়েছে রেশন গ্রাহকদের সারা মাসে একবারেই সরবরাহ করতে হবে ।এছাড়াও একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য ।

১)
রেশন ডিলাররা তাদের নিজের এলাকার উপভোক্তার সংখ্যা এবং কাজের পরিমাণ বিচার করে এক বা দুইজন কর্মীর সহায়তায় নিজের ভাড়া করা গাড়ির মাধ্যমে রেশন পৌঁছে দেবেন ।

২)
গ্রাহকদের ই -পস যন্ত্রের মাধ্যমে যথাযথ বায়োমেট্রিক হ ওয়ার পরে তাদের প্রাপ্ত্য পরিমাণ অনুযায়ী রেশন সরবরাহ করতে হবে ।

৩)
গ্রাহকদের সমস্ত খাদ্যশস্য অর্থাৎ চাল , গম ,চিনি একেবারেই দিতে হবে ।

৪)
কোন গ্রাহক বাড়িতে রেশন নিতে না পারলে , যেদিন রেশন দোকান খোলা থাকবে সেদিন সেখানে গিয়ে রেশন তুলতে পারবেন ।

৫)
রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের দ্বারা বিভিন্ন সময়ে নির্ধারিত দিনগুলোতেই রেশন দোকান খোলা থাকবে ।

৬)
দুয়ারে রেশন প্রকল্পের আওতায় খাদ্যশস্য বিতরণের জন্য সংশ্লিষ্ট রেশন ডিলার দের পাইলটিংয়ের তারিখ থেকে অতিরিক্ত কমিশন দেওয়ার বিষয়টি রাজ্য সরকারের বিবেচনাধীন থাকবে ।

গাইডলাইনে বলা হয়েছে , প্রত্যেকটি এলাকাকে একাধিক ক্লাস্টারে ভাগ করতে হবে । পাশাপাশি প্রতিটি ক্লাস্টারে খাদ্যশস্য বিতরণের জন্য প্রতি মাসের প্রতি সপ্তাহে একটি দিন ধার্য করতে হবে ।প্রতি শনিবার রেশন দোকান থেকে রেশন বিতরণ করা হবে ।যারা জরুরী কারণে নিজের বাড়িতে খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন না , তারা রেশন দোকান থেকে নিতে পারবেন ।চলতি মাসে রাজ্যের ১৫% রেশন দোকানে পাইলট প্রকল্প হিসেবে দুয়ারে রেশন প্রকল্প শুরু হচ্ছে ।ধাপে ধাপে তা বাড়ানো হবে বলেই খাদ্য দফতর সূত্রে খবর ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.