করোনার লাল চোখ, পিছিয়ে গেল আইসিএসই ,আইএসসি
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ ক্রমেই ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা সংক্রমণ। যার জেরে পিছিয়ে গেল আইসিএসই ও আইএসসি পরীক্ষা। তবে কবে হবে সে বিষয় এখনও পর্যন্ত কোনও কথা জানান হয় নি বোর্ডের তরফ থেকে। তবে ভয়াবহ করোনার পরিস্থিতির কারণে আপাতত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
পাশাপাশি বোর্ডের তরফ থেকে জানান হয়েছে জুন মাসের প্রথম সপ্তাহে পরীক্ষার নয়া সূচির বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও দশম শ্রেণীর পরীক্ষার বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে ঐচ্ছিক করার বিষয় সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ২ দিন আগেই দশম শ্রেণীর পরীক্ষা বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
সেই সঙ্গে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার বিষয়টি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব নির্ধারণ অনুযায়ী আইসিএসই র দশম শ্রেণীর পরীক্ষা হওয়ার কথা ছিল ৪ মে। শেষ হত ৭ জুন। অন্যদিকে ১২ এপ্রিল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল আইএসসির। তবে দুই ক্ষেত্রেই আগামী সময় সূচী নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জুনে।